অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিগারেট কোম্পনীর প্রচারঃ খুলশী সুপারশপ বাস্কেটকে জরিমানা

0
.

ব্রিটিশ আমেরিকান ট্যোবেকো কোম্পানির বিজ্ঞাপন প্রচার করার অভিযোগে নগরীর খুলশী সুপারশপ বাস্কেটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

আইন ভঙ্গ করে তামাকের প্রচারের কারণে আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে নগরীর খুলশী এলাকায় অবস্থিত সুপারশপ বাস্কেটকে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

অভিযানে সুপারশপের ভেতরে অন্যান্য পণ্যের সঙ্গে অবৈধভাবে সিগারেট সাজিয়ে তামাক কোম্পানির বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত সামগ্রীগুলো ধ্বংস করা হয়।

এছাড়া অভিযানে খুলশী এলাকায় অবস্থিত রেস্টুরেন্ট তাভাকে নো স্মোকিং সাইনেজ প্রদর্শন করার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন বলেন, ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এ সব ধরনের সিগারেট ও তামাকপণ্যের প্রচার-প্রদর্শন ও ধূমপানে উৎসাহিত হয় এমন কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করে তামাক কোম্পানির বিজ্ঞাপন করায় এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র উপ পরিচালক নাছিম বানু শ্যামলী, প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরো।