অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খুব সাধ বিদেশ বেড়ানোর? হাতে রাখুন এই ৯ টিপস, ঠকবেন না!

0

বিদেশ যাওয়ার প্ল্যান যাঁরা করেছেন, তাঁদের কিন্তু সাধারণ বেড়াতে যাওয়ার তুলনায় খানিক বাড়তি সচেতনতা প্রয়োজন। সেটা শুধু নিরাপত্তার দিক থেকেই নয় বরং কিছু গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখা অত্যন্ত জরুরি।

.

বেড়াতে যাওয়ার আগে ভালো করে জেনে নিন…
হাইলাইটস
• বেড়াতে যেতে সকলেই কম-বেশি ভালোবাসেন।
• অনেকেই সারা বছর টাকা জমিয়ে বড় ট্যুরেও যান।
• শুধু নিরাপত্তার দিক থেকেই নয় বরং কিছু গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখা অত্যন্ত জরুরি।
বেড়াতে যেতে সকলেই কম-বেশি ভালোবাসেন। অনেকেই সারা বছর টাকা জমিয়ে বড় ট্যুরেও যান। অনেকে আবার কাজের মাঝে ছোট ছোট ট্রিপ করতে ভালোবাসেন। তবে বিদেশ যাওয়ার প্ল্যান যাঁরা করেছেন, তাঁদের কিন্তু সাধারণ বেড়াতে যাওয়ার তুলনায় খানিক বাড়তি সচেতনতা প্রয়োজন। সেটা শুধু নিরাপত্তার দিক থেকেই নয় বরং কিছু গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখা অত্যন্ত জরুরি।

গরমের ছুটি বা পুজোর ছুটিতে যাঁরা বিদেশ ভ্রমণে যাচ্ছেন তাঁদের জন্য রইল এই গুরুত্বপূর্ণ ৯ টিপস… মিলিয়ে নিন অবশ্যই।

বেড়াতে যাওয়ার মরশুম

কোন সময় বেড়াতে যাচ্ছেন তা ঠিক করা অত্যন্ত জরুরি। অর্থাৎ সব ভ্রমণস্থলেরই একটা পিক সিজন একটা অফ সিজন থাকে। চেষ্টা করুন পিক সিজনে সেই জায়গায় না যাওয়ার।