অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মামীকে হত্যা দায়ে ভাগিনার ফাঁসি

0
.

মামী হালিমা বেগম (৬০) হত্যা মামলায় আসামি ভাগ্নে রফিকুল ইসলাম ওরফে পুসকেলকে (২৭) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১২ জুন) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কাজী আবু শাহিন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রজব আলী।

রায় ঘোষণার সময় আসামি রফিকুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আসামি রফিকুল ইসলাম দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের মো. ফুল মিয়ার ছেলে। তিনি ক্রিসেন্ট জুট মিলের বদলি শ্রমিক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের রফিকুল ইসলাম একই গ্রামের প্রতিবেশী মামা মোহাম্মদ জিন্নাত আলী শেখের বাড়ি গিয়ে তার স্ত্রী হালিমা বেগমের (মামি) কাছে পাঁচ হাজার টাকা ধার চান। হালিমা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে রফিকুল তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। এ ঘটনায় নিহত হালিমা বেগমের স্বামী জিন্নাত আলী শেখ বাদী হয়ে ওই দিন রফিকুল ইসলাম ওরফে পুসকেলকে আসামি করে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই শেখ লুৎফর রহমান তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৫ জন সাক্ষ্য প্রদান করেন।