অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আগ্রাবাদ থেকে ১০ হাজার ইয়াবাসহ টিএসআই সিদ্দিকুর রহমান আটক

9
.

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সিজিএস কলনী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ বন্দর ট্রাফিক জোনের টিএসআই সিদ্দিকুর রহমান আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব ও পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে সিজিএস কলোনির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহায়তায় মোটরসাইকেলের গতি রোধ করে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, টিএসআই সিদ্দিকুরের ট্রাফিক বিভাগে পোস্টিং হয়েছিল সম্প্রতি। তবে তিনি এখনো এই বিভাগে যোগ দেননি।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসআই সিদ্দিককে আটকে করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। আটকের পর তাকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে হস্তান্তর করা হয়েছে।’

৯ মন্তব্য
  1. Zia Ur Rahman Haydar বলেছেন

    Rokkhok akhon bokkhok

  2. Mohammed Aziz বলেছেন

    এই পুলিশ কে ক্রস ফায়ার দেওয়া হউক

  3. Moh Ismail Emon বলেছেন

    এরাই রাস্তায় সাইকেল ও মোটর সাইকেল থামাতে পকেটে এই সব দিয়ে মানুষকে বিপদে পেলে…

  4. Monoar Hossain Manik বলেছেন

    এদেরকে ক্রসফায়ার দেওয়া দরকার

  5. Anam Hoque Anam বলেছেন

    পুলিশ এক মাত্র কূলাঙ্গার যারা দেশের আইন শৃংঙ্খলা ধংশ করতে.এই বাহিনী সারা দেশটাকে গিলে খাচ্ছে

  6. Anjan Biswas বলেছেন

    গাঁজা বিক্রি কর তবুও ভাল,ইয়াবা বিক্রি করে প্রজন্ম কে ধ্বংস করিস না,গাঁজা তুলনা মুলক ভাবে ইয়াবা থেকে ভাল,তোরা হারামিরা ইয়াবা বিক্রির জন্য গাঁজাকে ভেনিস করেছিস,মনে রাখিস গাঁজা কিন্তু ক্যামিক্যাল না আর তা এ্যডিক্টেট ও করেনা,কিন্তু তোরা যেটা বিক্রি করছিস তা এ্যাডিক্টেট করে আর যুব সমাজ কে ধ্বংসের পথে নিয়ে যায়,আমাদের এ’প্রজন্ম নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারো নেই,জানিস পৃথিবীর অনেক দেশে গাঁজাকে কিন্তু বৈধ করে দিয়েছে,সে’সব দেশ শিক্ষা দীক্ষায় আমাদের থেকে অনেক উন্নত,আর গাঁজা হাজার বছর ধরে এদেশে আছে,একটা জিনিস কি জানিস তোরা তামাকের চেয়ে গাঁজাতে নিকোটিন কম,বিশ্বাস না’হলে ল্যবরেটরীতে নিয়ে পরীক্ষা করতে পারিস,

  7. Khurshedul Alam বলেছেন

    Cross fire dewa hawoq

  8. Robin Ahmed বলেছেন

    RAB, কি এখন আর দেখেন না এই পুলিশ কুক্তার বাচ্চাকে ক্রস ফায়ার দেয় না কেন।