অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“আহারে উন্নয়ন! টাকা ব্যয় বৃষ্টির পানিতে…”

17
.

আজ ১লা আষাঢ ১৫ জুন।  সকাল থেকে গুমট আবাহাওয়া। দুপুর থেকে সে গুমট ভেঙ্গে ঝড়ছে অঝোরধারায় বৃষ্টি। এর মধ্যে নগরীতে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়নের কাজ! সড়কে জমে থাকা বৃষ্টি পানিতে ঢালছে ভিটুমিন আর গুড়ি পাথর।

.

চট্টগ্রামের বেসরকারী টেলিভিশন এনটিভিব ক্যামেরাপার্সন এনাম হায়দারের চোখে পড়েছে এমন উন্নয়নের চিত্র তিনি তার ফেসবুকে তুলে ধরেন চসিকের এই সড়ক উন্নয়নের কয়েকটি চিত্র।

তার সে স্টার্টাস তুলে ধরা হলো।

.

“আহারে উন্নয়ন — টাকা ব্যয় বৃষ্টির পানিতে…

দুপুর ১.৫০ মিনিট নগরীর লাভলেইন মোড় এলাকায় সড়ক সংস্কার।  প্রচন্ড বৃষ্টি- সড়কে বৃষ্টির পানি জমে আছে এরই মাঝে চলছে সড়কে ভিটুমিন ডালাইয়ের কাজ।

.

পানিতে ভিটুমিন দিয়ে চলছে সড়কের গর্ত ভরাট। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে গরম ভিটুমিন পানিতে যাচ্ছে মিশে।  কালো টাকা নাকি সাধারণ মানুষের কষ্টের টাকায় এই উন্নয়ন। কর্তৃপক্ষ কোন জবাব আছে কি?”

১৭ মন্তব্য
  1. Belal Hossain বলেছেন

    আমাদের দেশের উন্নয়ন বৃষ্টির মাঝে ঝরে পড়তেছে।।

  2. Tuhinur Islam বলেছেন

    বৃস্টিতেও কিন্তু, থেমে নেই উন্নয়ন

  3. Amjad Hossan বলেছেন

    Awamilig shoirachar zalim chor

  4. Latiful Hoque Chy বলেছেন

    বৃষ্টিতেও চুরি থামে না,চুরি না করলে খাবে কি,বউ বাচ্চা উপোসে মরবে

  5. Mir Kamal Uddin বলেছেন

    উন্নয়নে আর তর সইছে না গো, উন্নয়নে দেশ ভাইস্যা গেতাছে

  6. Hk Rajib বলেছেন

    ভালো তো ওদের তো করার প্রয়োজন তাই করে দিচ্ছে আর কি টিকবে কিনা সেটা দেখার প্রয়োজন নেই হায়রে বাংলাদেশ দুর্নীতি আর কত করবে সব তো আমাদের সাধারণ মানুষের টাকা টেলিফোন এর উপর ভ্যাট মানুষ আর কোথায় যাবে এত টাকা কেটে নে আমরা তো আর সরকারি চাকরি করতেছি না আমরা তো সাধারন পাবলিক চাকরি করে মানুষ কয় টাকা বেতন পায় এরমধ্যে মিটারের দিতে হয় গ্যাসের হয় টেলিফোন দশ পার্সন বলে কেটে নেওয়ার সময় আরো বেশি কে টেনে তো আমরা সাধারন মানুষ কোথায় যাব আমাদের আকুল মিনতি সরকার কে একটু আমাদের সাধারন যারা চাকরিজীবী আছে তাদের প্রতি একটু নজর রাখার জন্য 10-12 হাজার টাকা বেতন দিয়ে কেমনে ফ্যামিলি চালাবো সেটা বুঝতে পারি না এর মধ্যে টেলিফোন ব্যাট কাটতেছে ফ প্রিপেইড মিটার এর টাকা বেশি কাটছে আমরা সাধারন মানুষ আর কোথায় যাবো এগুলোকে একটু সরকারের একটু নজর রাখার প্রয়োজন না আবার এর মধ্যে বিয়ে করতে গেলেও সরকারি চাকরি ছাড়া মেয়ে দেয় না সাধারণ মানুষকে আর কত জবাই করবে সেটা বুঝতেছিনা সাধারণ মানুষের জীবনটা হয়ে গেল লাকড়ি চুলার মত বাশ একটা শেষ হতে না হতে আরেকটা পিছনে রেডি

    1. Anjan Biswas বলেছেন

      সহমত,

  7. Md Salim বলেছেন

    এতো বুড়িগঙ্গা যাবে

  8. Milon Reza বলেছেন

    এতো উন্নয়ন কেন???

  9. Serajul Islam বলেছেন

    এরকম উন্নয়নকাজের জন্য আন্তর্জাতিক পুরস্কার দেয়া উচিৎ।

  10. Md Kasem বলেছেন

    চট্টগ্রামে উন্নয়নের জোয়ার চলতেছে

  11. Rodrotonu Rt বলেছেন

    ha ha ha !!!! Our Country.

  12. Habibullah Khan বলেছেন

    Where our hon Mayor

  13. Md Mizanur Rahman Liton বলেছেন

    জুন মাসের উন্নয়ন

  14. Shahabuddin Ahmed বলেছেন

    আমার দৃষ্টিতে ছিল।মনে মনে ভাবছিলাম মেয়র বরাবর ফোনে বিষয়টি সম্পর্কে জনস্বার্থে জানাব কিন্তু করা হয় নাই ।ধন্যবাদ #এনাম জনস্বার্থে এ সংবাদ পোস্ট করার জন্য ।

  15. Himel Ahmed বলেছেন

    jono goner taka tmdr abbu ba ammu raikha jaynai j aivabe nsto korba… 😡😡

  16. মোঃ ওমর বলেছেন

    আহারে কত কষ্ট করে মানুষ গুলা আ হা আ হা। এই হল ডিজিটাল বাংলাদেশ।