অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শৈশবের ঈদ আনন্দের চেয়ে জীবনের বড় আনন্দ আর নেই- এ্যানেল

0
.

সৃজনশীল শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে বৃষ্টিস্নাত বিকালে ঈদ পূর্নমিলনী ও “ছেলেবেলার ঈদ “শীর্ষক সাহিত্য সভা গতকাল ১৫ জুন শনিবার সংগঠনের সভাপতি লেখক মোহাম্মদ মহিউদ্দীন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানার পরিচালনায় নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেন’র কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, প্রাবন্ধিক,সংগঠক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

।বিশেষ অতিথি ছিলেন ঢাকাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবি, গীতিকার শুকলা আচার্য।

বক্তব্য রাখেন ব্যাংকার নাজিম উদ্দিন, সহ সভাপতি জিয়াউর রহমান, ব্যবসায়ী আহমেদ সৈয়দ, কবি কাজী ফজলুল আজিজ, ছড়াকার সাইফুদ্দীন সাকিব, কবি সরোয়ার রানা, সংগঠক আরিফুল ইসলাম চৌধুরী, অভিনেতা মোজাহের আলম, সাংবাদিক কামাল উদ্দীন, সাংবাদিক ,মোঃ আলাউদ্দিন, কবি কাজী শিহাব প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন- তখন ঈদ ছিলো ১দিন রঙিন টিভির কল্যাণে পরে ঈদ হলো ৩দিন আর স্মার্ট ফোনের কল্যাণে ঈদ এখন ৯ দিন! ঈদ বড় হলেও শৈশবের সেই ঈদের আনন্দই জীবনের শ্রেষ্ঠ আনন্দ। বৈষম্যহীন সার্বজনীন ঈদ পালক করতে পালন করতে আমাদের মানবিক মানুষ হতে হবে। শৈশবের ঈদ আনন্দের চেয়ে আর বড় আনন্দ জীবনের নেই!