অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রিমুভার শেষ, নেল পলিশ তোলা হচ্ছে না? রইল রিমুভার ছাড়াই নেল পলিশ তোলার সহজ পদ্ধতি

0
.

নখে নেল পলিশ লাগাতে কার না ভাল লাগে! কিন্তু অনেক সময় বাড়িতে রিমুভার শেষ হয়ে যাওয়ায় পুরনো নেল পলিশ তোলা হয়ে ওঠে না। তখন নখ দেখতেও খারাপ লাগে। তবে এখন সব সমস্যার সমাধান। হাতের কাছে এই জিনসগুলি থাকলেই তোলা যাবে নেল পলিশ।

হাতের কাছে হ্যান্ড স্যানিটাইজার থাকলে সেটিকে নেল পলিশ তুলতে কাজে লাগাতে পারেন। একটু বেশি সময় ধরে ঘষলেই উঠে যাবে নেল পলিশ।

পারফিউম, ডিওডরেন্ট বা বডি স্প্রে আঙুলে স্প্রে করে তুলো দিয়ে ঘষে নিন। তুলোয় স্প্রে করে নখের উপর ঘষলেও মিনিট পাঁচেকের মধ্যেই উঠে যাবে নেল পলিশের রং।

উষ্ণ জলে কিছু ক্ষণ হাত ডুবিয়ে রেখে পাতিলেবুর রস আর সাদা ভিনিগার একসঙ্গে মিশিয়ে তুলোর সাহায্যে নখের উপর ঘষলে অল্প সময়ের মধ্যেই উঠে যাবে নেল পলিশের রং।

হাতের কাছে টুথপেস্ট থাকলে সেটিও নেল পলিশ রিমুভার হিসাবে ব্যবহার করতে পারেন। ব্রাশে পেস্ট লাগিয়ে মিনিট পাঁচেক নখের উপর ঘষুন, উঠে যাবে নেল পলিশের রং।