অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইয়াবাসহ গ্রেফতার পুলিশের টিএসআই সিদ্দিকুরের ২ দিন রিমান্ড মঞ্জুর

0
.

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সিজিএস কলোনী থেকে ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ৮০ হাজার টাকাসহ গ্রেফতার হওয়া বন্দর ট্রাফিক জোনের টিএসআই (টাউন সাব ইন্সপেক্টর) সিদ্দিকুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর কেরেছে আদালত।

৬ষ্ঠ মহানগর হাকিম হাকিম মেহনাজ রহমান আদালতের আজ সোমবার (১৭ জুন) দুপুরে এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রবিবার সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাছিব খান।

গত শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে ইয়াবা পাচারকালে র‌্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের যৌথ অভিযানে আগ্রাবাদ সিজিএস কলোনী এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় টিএসআই সিদ্দিকুর রহমানকে আটক করে তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা ও টাকা উদ্ধার করে।

গ্রেফতারের পর সিদ্দিকুর তার ইয়াবা পাচারের সাথে রেলওয়ে পুলিশের টিএসআই বাবুল খন্দকারসহ আরো একজনের নাম প্রকাশ করে বলে জানায় উপ-কমিশনার মো. শহীদুল্লাহ।

* আগ্রাবাদ থেকে ১০ হাজার ইয়াবাসহ টিএসআই সিদ্দিকুর রহমান আটক