অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঘামে দুর্গন্ধ ? পেট খারাপ ? কাঁকরোলে দূর হবে সব সমস্যা

0
.

শিরোনাম পড়ে ভাবছেন, যে জিনিসটির এতদিন ধরে ভাজা খান ৷ সেই কাঁকরোলের এত উপকার ! তবে বিশেষজ্ঞরা কিন্তু এরকমটিই বলছেন ৷ কাঁকরোলে নাকি এমন অনেক কিছু রয়েছে যা সুস্থ থাকতে দারুণ সাহায্য করে ৷

চরম গরমে ঘেমে নেয়ে নাজেহাল ৷ এই সময় অনেকেই ঘামের দুর্গন্ধের সমস্যায় ভোগেন ৷ ঘামের দুর্গন্ধ দূর করতেও কাঁকরোলের সেরা অস্ত্র। স্নানের সময় কাঁকরোল বেটে নিয়ে স্ক্রাব হিসেবে গায়ে মাখুন, এতে ত্বকও ভাল থাকবে, ঘামের দুর্গন্ধও দূর হবে ৷

তবে শুধুই ঘামের দুর্গন্ধ নয়, পাইলসের সমস্যা থাকলে কাঁকরোল বাটার সঙ্গে চিনি মিশিয়ে খেলে সমস্যা দূর হবে ৷

কাঁকরোলে আছে বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লিউটেইন, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বককে করে তারুণ্যদীপ্ত।

কিডনিতে পাথর হলে কাঁকরোল বাটার সঙ্গে এক গ্লাস দুধে মিশিয়ে পান করলে সমস্যা দ্রুত সেরে যাবে ৷