অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঘর ভর্তি পিঁপড়ে ! মিনিটেই দূর করুন এই সহজ উপায়ে

0
.

পিঁপড়ে আমাদের সবার ঘরে কম বেশী দেখতে পাওয়া যায়। এর যন্ত্রনা যে কি তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারে। রান্নার ঘরের দেওয়াল বেয়ে পিঁপড়ের লাইন। কখনও আবার বিস্কিটের কৌটো, চিনির ডাব্বায় অবাঞ্ছিত প্রবেশ পিঁপড়ের। পিঁপড়ের যন্ত্রনায় ঘরে কোন মিষ্টি জিনিস রেখে শান্তি নেই। বাজারের কেনা পিঁপড়ের ঔষধ দিয়ে পিঁপড়ের হাত থেকে সাময়িক মুক্তি পেলেও কিছুদিন পর আবার তাদের দেখতে পাওয়া যায়। জেনে নিন পিঁপড়ে তাড়ানোর ঘরোয়া সহজ উপায়।

লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, এটি পিঁপড়ের ধ্বংস করতে ভালো কাজ দেয়। জলের বোতলে লেবুর রস মিশিয়ে রেখে দিন। পিঁপড়ে দেখলেই তার উপর স্প্রে করে দিন।

যেকোনো পোকামাকড় তাড়াতে নুন ভালো রেপেলেন্ট। পিঁপড়ের গর্তে নুন ঢুকিয়ে দিন। বা জলে সামান্য নুন মিশিয়ে নিন। পিঁপড়ের উপর স্প্রে করে দিন।

বাড়ির বাইরে, জানালা, দরজা ও দেয়ালের ছিদ্রে গোলমরিচ গুঁড়া ছড়িয়ে দিন। এতে পিঁপড়েরা ঘরে প্রবেশ করবে না।

দারুচিনির গন্ধ পিঁপড়েদের সয় না। যেসব জায়গায় পিঁপড়ে রয়েছে সেখানে দারুচিনি রেখে দিন।

পিঁপড়ে তেজপাতার গাঢ় গন্ধ সহ্য করতে পারে না। পিঁপড়ে চলাচল করে এমন জায়গায় তেজপাতা রেখে দিলে উপকার পাবেন।

শসার স্বাদ পিঁপড়েদের অপছন্দের। যে সব জায়গায় পিঁপড়ে রয়েছে, সেখানে রেখে দিন কয়েক টুকরো শসা।

ঘরের যেসব জায়গায় পিঁপড়ে বেশী থাকে সেসব জায়গায় লাইন করে ময়দার গুঁড়া ছিটিয়ে দিন। পিঁপড়ে লাইন অতিক্রম করে ওপাড়ে যেতে পারবে না।

পিঁপড়ের হাত থেকে রক্ষা পাওয়ার আরকেটি মজার এবং সহজ উপায় হল ট্যালকাম পাউডার। যেখানে পিঁপড়ের আনাগোনা বেশি দেখবেন সেখানে পাউডার ছিটিয়ে দিন ।

জলে ভিনিগার মিশিয়ে পিঁপড়ের উপর স্প্রে করুন। ভালো ফল পাবেন

পিঁপড়ের উপর সাবান জল স্প্রে করতে পারেন। সাবানের মধ্যে থাকা কেমিক্যাল পিঁপড়ে ধ্বংস করবে।