অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চাই নিখুঁত ফার্স্ট ফোটো, লেবার শুরুর আগেই তাই মেকআপ করে নিচ্ছেন মায়েরা

0
.

সন্তানের জন্ম দেওয়া যেমন পরিশ্রমের, তেমনই যন্ত্রণাদায়ক৷ অথচ মা হওয়ার পরেই গ্ল্যামারাস ছবি পোস্ট করেন সেলেবরা৷ সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেও তারাই ট্রেন্ডসেটার৷ তাই বিশ্বজুড়েই এখন লেবার পেনে যাওয়ার আগে মেকআপ করে নিচ্ছেন হবু মায়েরা৷

কসমেটিফাই নামক সংস্থার রিপোর্ট অনুযায়ী ১৮ থেকে ৩১ বছর বয়সের ৬৪ শতাংশ মহিলাই লেবারের আগেই মেকআপ করে নেন৷ এর মধ্যে ৩১ শতাংশ জানিয়েছেন মা হওয়ার পর ইনস্টাগ্রামে পারফেক্ট ছবি পোস্ট করার জন্য, ২২ শতাংশ করেন যাতে ক্লান্ত না দেখায়, ২৬ শতাংশ করেন যারা দেখতে আসবেন হাসপাতালে তাদের জন্য৷

অন্য একটি সমীক্ষীর রিপোর্ট জানাচ্ছে বেশির ভাগ মহিলাই সন্তানের জন্ম দেওয়ার ২ ঘণ্টার মধ্যে মেকআপ করে নেন৷ক্যালিফোর্নিয়ার ব্লগার অ্যালেক্সিস জায়েদা লেবার শুরুর আগে নিজের মেকআপ টিউটোরিয়াল রেকর্ড করেন৷

বিউটি ইনফ্লুয়েন্সার ডায়না শাভেজ জানান সন্তানের জন্ম দেওয়ার আগে তিনি আইব্রো ট্রিম করেন৷ কন্টুরিং করে নেন গর্ভ যন্ত্রণা শুরুর আগেই৷ অন্য এক মা লি অ্যান জারেল যতক্ষণ না মেকআপ শেষ হচ্ছে ততক্ষণ সন্তানের জন্ম দিতেই রাজি হননি ৷

তবে এর নিন্দাও করেছেন বেশ কিছু মা৷ তারা জানান, মা হওয়া জীবনের সেরা মুহূর্ত৷ সেই ছবিতে কেমন দেখতে লাগছে কিছু যায় আসে না৷ আরেক মা আবার জানান, মেকআপ কিট নিয়ে হাসপাতালে গেলেও গর্ভযন্ত্রণার সময় মেকআপ করার কথা মনেই ছিল না৷