অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যে কারণে মেইকআপ অবস্থায় ঘুমানো উচিত না

0
.

আলসেমি বা অজ্ঞতার কারণে ত্বকের মেইকআপ ঠিক মতো না তুলে ঘুমিয়ে পড়েন অনেকেই। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

ত্বক পরিচর্যা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

মেইকআপ প্রতিবন্ধকের কাজ করে: ভারী মেইকআপ নিয়ে ঘুমানো মোটেও ভালো সিদ্ধান্ত নয়। এতে ত্বক ঠিক মতো শ্বাস নিতে পারেনা। যা ত্বকে অস্বস্তি সৃষ্টি করে।

সংক্রমণের আশঙ্কা: রাতে কোনো রকমের মেইকআপ মেখেই ঘুমানো উচিত না এবং এর মধ্যে ফাউন্ডেশন সবচেয়ে বেশি ক্ষতি করে। এটা সাধারণত তেল নির্ভর এবং ঘন হয়ে থাকে। তাই ঘুমানোর আগে ঠিক মতো মেইকআপ তোলা না হলে তা ত্বকে ব্রণ ও ব্ল্যাক হেডস সৃষ্টি করে।

ঠোঁট ফাটা: চোখে মাস্কারা লাগিয়ে ঘুমালে সম্পূর্ণ চোখেই অস্বস্তি হয়। একইভাবে ঠোঁটে লিপস্টিক মেখে ঘুমালে তা ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয় এবং ঠোঁট শুষ্ক হয়ে যায়।

ত্বক শ্বাস নিতে পারে না: মোটা স্তরের মেইকআপ লাগিয়ে ঘুমালে ত্বকে তেল ও ময়লা জমে থাকে। এই অবস্থায় ঘুমালে ত্বক ঠিক মতো শ্বাস নিতে পারে না। ফলে ত্বকে ছোপ ও বলিরেখা দেখা দেয়।