অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কারাগারে ছিনতাইকারীদের ওয়ার্ডে ওসি মোয়াজ্জেম

2
.

গত রবিবার রাতে শাহবাগ থানায় অফিসারদের কক্ষেই ঘুমিয়েছেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। সোমবার (১৭ জুন) সকালে প্রিজন ভ্যানে তোলার আগে পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমানের কক্ষে সকালের নাস্তাও সেরেছেন তিনি।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, শাহবাগ থানায় ওসি মোয়াজ্জেম বেশ আরামে রাত্রিযাপন করেছেন। অন্য কয়েদিদের সঙ্গে রাত্রিযাপন করতে হয়নি তাকে। তাকে খাবারও পরিবেশন করা হয়েছে আলাদাভাবে।

গতকাল দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসলাম জগলুল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে ওসি মোয়াজ্জেমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, সাধারণত বন্দিদের প্রথম রাতে আমদানিতে রাখা হয়। পরদিন সকালে তাদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তবে ওসি মোয়াজ্জেমকে আমদানিতে রাখা হবে না। নিরাপত্তার বিষয় চিন্তা করে তাকে আমাদানিতে রাখা হবে না। আমদানিতে সাধারণত বিভিন্ন মামলায় আটকদের রাখা হয়। সেখানে তার পরিচয় পেয়ে কেউ আক্রমন চালাতে পারে।

২ মন্তব্য
  1. Manna Mazumder বলেছেন

    একজন রোগী নিকট আত্মীয় স্বজনদের মাঝেই থকবেন এটাই স্বাভাবিক,

  2. Moner Khan বলেছেন

    সব কয়াদি মিলে ওকে পাড়াও