অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

থাইস্যূপে তেলাপোকাঃ খুলশীর ক্যাপিটাল গ্রিল রেস্টুরেন্ট সীলগালা

2
.

নগরীর খুলশীর একটি রেস্টুরেন্টের স্যুপের মধ্যে পাওয়া গেছে তেলাপোকা। এ ঘটনায় অভিযোগের পরপরই ক্যাপিটাল গ্রিল নামে ওই রেস্টুরেন্টটি সীলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার সন্ধ্যায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

অভিযোগে জানাগেছে, একজন ভোক্তে বিকালে রেস্টুরেন্টে খেতে গিয়ে পরিবেশিত থাইস্যূপে তেলাপোকা পেয়ে কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। পরে ওই কাস্টমার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগ দিলে তারা সাথে সাথে অভিযান চালিয়ে তেলাপোকার প্রমাণ পায়।

অভিযানে পাশ্ববর্তি ভিআর চিটাগাং রেস্টুরেন্টে পরবর্তীতে ৫০০ মিলি লিটারের ফ্রেশ পানির অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভোক্তাদের অভিযোগের পর আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখি ঘটনা সত্য। ওই রেস্টুরেন্টের রান্না ঘরে প্রবেশ করতেই প্রচুর তেলাপোকা দেখতে পাই। এছাড়া ফ্রিজের ভেতর মাছ-মাংস ও সবজি একসাথে সংরক্ষণ করতেও দেখা যায়। তাই তাদেরকে আগামীকাল শুনানিতে হাজির হওয়ার আদেশ দিই।

এছাড়া ভিআর চিটাগাং রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পোড়া তেল ও অবৈধ মশলা এবং নিষিদ্ধ লবণ ব্যবহারের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করি। সে সাথে তাদেরকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

২ মন্তব্য
  1. Ismail Hossain বলেছেন

    বদ্দা হারাম টাকা কামাইয়ের লোকেরা নোংরা পরিবেশ খাবার পচনদ

  2. Mohammad Salahuddin Sanny বলেছেন

    Shob Chinese Resturent E Obhijan Chalano Uchit.