অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টঙ্গীর কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩১

0
image-8161
কারখানার ধ্বংসস্তুপের ভীতর থেকে আজ সোমবার ফায়ার সার্ভিস কর্মীরা আরো দুই জনের মৃত দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে।

টঙ্গীর ট‌্যাম্পাকো প‌্যাকেজিং কারখানায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের লাশ উদ্ধারের কথা জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান। সারাদিন চেষ্টার পর শনিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে নানা স্থানে জ্বলছিল। উদ্ধারে কাজে সেনাবাহিনী যোগ দিতে যাচ্ছে।

শনিবার ভোরে ওই কারখানায় বয়লার বিস্ফোরণের পর পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে কারখানাটির তিনটি ভবন ধসে পড়ে। অগ্নিকাণ্ডে নিহত তৎক্ষনাৎ ২৪ জনের লাশ উদ্ধার করা হয়। এর পর থেকেই নিহতের সংখ্যা বাড়ছে। রবিবার হাসপাতালে একজন মারা যায়। ধারনা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনো লাশ রয়েছে।

tongi-upgrade
শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ছবি।

সোমবার সকালেও ধ্বংসস্তূপ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল থেকে কারখানার সামনে অবস্থান করতে দেখা যায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের। হাতে ছবি নিয়ে অনেকে আহাজারি করছিলেন। শনিবার কারখানাটিতে বেতন-বোনাস দেয়ার কথা ছিল। কিন্তু ওই দিনই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হতাহতের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।