অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কেন ফাটে চুলের আগা?

0
.

লম্বা চুল রাখতে চাচ্ছেন কিন্তু কোনো ভাবেই চুলের আগা ফাটা কমাতে পারছেন না। অনেকেরই চুল যত লম্বা হয় আগা ফেটে চুলের নিচের দিক লাল, পাতলা হয়ে যাওয়ার প্রবণতা ততই বাড়ে। এর কারণ প্রয়োজনীয় পুষ্টি চুলের আগায় পৌঁছাতে পারে না। আর তাই চুল ড্রাই আর ড্যামেজড হয়ে ফেটে যায়। এমনকি অনেকের স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি কিন্তু তাও চুলের আগা ফেটে যায়। তাই এটি প্রতিরোধ করতে জেনে নিন কারণগুলো কী কী?

অনেকেরই অভ্যাস আছে প্রতিদিন চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর। এতে চুলের আদ্রতা চলে যায় এবং পুরো চুল লাল হয়ে ফেটে যায়।

গামছা দিয়ে চুল ঝাড়া

গামছা দিয়ে চুল ঝাড়লে চুল ফেটে যায় দ্রুত। এমন কি গোসলের পড়ে চুল পেচিয়ে রাখলেও চুলের আদ্রতা তোয়ালে টেনে নিতে পারে। পানি একেবারেই সহ্য করতে না পারলে গেঞ্জি কাপড় দিয়ে চুল চেপে পানি মুছে নিন।

অতিরিক্ত ড্রাই শ্যাম্পু ব্যবহার

অতিরিক্ত ড্রাই শ্যাম্পু ব্যবহার করবেন না।প্রয়োজন হলে বেবি শ্যাম্পু ব্যবহার করুন। সব সময়েই কন্ডিশনার ব্যবহার করুন।

গরম পানি চুলে ব্যবহার করবেন না

কোনো ভাবেই গরম পানি চুলে দেবেন না। গরম পানিতে চুল আদ্রতা হারিয়ে ফেলে। যে কারণে চুল লালচে দেখায় এবং ফাটা শুরু করে। খুব বেশি হলে হালকা গরম পানি নিন।