অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রাণের এমডি আহসান চৌধুরীকে গ্রেফতারের নির্দেশ

4
.

প্রাণের এমডি আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

ঢাকা সিটি কর্পোরেশনের এ আদালতের বিচারক বিশেষ মহানগর হাকিম মেহেদী পাভেল সুইট রোববার দুপুরে এ পরোয়ানা জারি করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রাণের ঘি, লাচ্ছা সেমাই, হলুদগুড়াসহ নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মামলার পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই ধার্য করা হয়।

এদিকে মামলার আজকের শুনানির সময় এমডি আহসান খান উপস্থিত ছিলেন না। তার আইনজীবীরা জানান, তিনি অসুস্থ, তাই আদালতে হাজির হতে পারেননি। তবে আদালত এ বক্তব্য আমলে নেননি।

৪ মন্তব্য
  1. Mohammed Nasir Uddin বলেছেন

    শুধু একবার গ্রেফতার হলেই হয়। তারপর ইতিহাস।

  2. MJ Emon Chy বলেছেন

    জনপ্রিয় কাজ ওর পাঁসি চাই

  3. Saiful Islam বলেছেন

    মানুষের সাথে যারা জালিয়াতি করে তারা জেলে থাকার দরকার, কারণ জালিয়াত আর জেল মিল আছে।

  4. Khokan Samsuddin বলেছেন

    এই প্রাণ যখন বিদেশে রপ্তানি করে তখন তারা 100% ভালো মানের তৈরি করে কারণ বিদেশে ভেজাল তৈরি খাবার টেস্টে ধরা পড়লে পণ্য নিষিদ্ধ সহ কোটি কোটি টাকা জরিমানা হয়।