অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অবহেলিত আপনি?‌ কী করে সামলাবেন?‌

0
.

আপনাকে অবহেলা, উপেক্ষা করছেন আপনার বন্ধু, সহকর্মী, সহপাঠী বা আত্মীয়রা। অবসােদর মুহূর্তে অনেকেরই মনে হয় এমনটা। অথচ, অনেক সময়ই দেখা যায়, আসলে এমনটা ঘটছেই না। সবটাই মনের ভুল। কী করে লড়বেন এই ধরনের পরিস্থিতির সঙ্গে‌?‌ আসুন জেনে নেওয়া যাক।
❏‌ প্রথমেই যে কোনও চিন্তা খোলা মনে করতে শুরু করুন। ভেবে দেখুন, এমন কোনও কাজ কি আপনি করেছেন, যার জন্য একসঙ্গে অনেকে মানসিক আঘাত পেয়েছেন?‌ যদি তাই হয়, ক্ষমা চেয়ে নিন। কারণ সেটাই হতে পারে আপনার সম্পর্কে মানুষের ধারণা পাল্টে যাওয়ার চাবিকাঠি।
❏‌ সময় দিন। হতেও তো পারে আপনার পরিজনরা কাকতালীয়ভাবে একই সঙ্গে ব্যস্ত। তাঁেদর একটু সময় দিলেই হয় তো তাঁরা ব্যস্ততা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাকে আপনার প্রাপ্য সময় দিতে পারবেন। তখনই পরিস্থিতি পাল্টে যাবে।
❏‌ সরাসরি কথা বলুন। জানতে চান, কেন আপনাকে তাঁরা এড়িয়ে চলছেন?‌ ভুল বোঝাবুঝি সেখানেই কেটে যেতে পারে।
❏‌ যদি কোনওভাবেই সম্পর্ক স্বাভাবিক করা না যায়, তাহলে সব ঝেড়ে ফেলে এগিয়ে চলুন। মনে রাখবেন, জীবনে কারও জন্যেই কিছু আটকে থাকবে না।