অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এড়িয়ে চলুন বিরক্তিকর প্রতিবেশীকে

0
.

ভাল প্রতিবেশী পাওয়া সৌভাগ্যের ব্যাপার, সেটা মানেন সকলেই। কিন্তু এই ফ্ল্যাট সংস্কৃতির যুগে ভাল প্রতিবেশী পাওয়া যায় না বলেই অভিযোগ করেন অনেকে। এবং অনেকেরই অভিযোগ, বন্ধুত্ব পাতানোর নাম করে প্রতিবেশীরা তাঁদের বিরক্ত করেন। কীভাবে মুক্তি পাবেন বিরক্তিকর প্রতিবেশীদের হাত থেকে?‌ রইল টিপ্‌স।
❏‌ কোনও ব্যাপারেই বিশদে তাঁদের কোনও খবর দেবেন না। মনে রাখবেন, অনেকেরই স্বভাব হল পরের পরিবারের খবর সংগ্রহ করা। এবং সেটা নিয়ে চর্চা করা। খবরের জোগান একেবারে বন্ধ হলে আপনার ওপরে প্রাথমিকভাবে কৌতূহল বাড়বে ঠিকই, কিন্তু একসময়ে তাঁরা পিছু হঠতে বাধ্য।
❏‌ তাঁরা যেমন আপনাকে নজরে রাখছেন, আপনিও তাঁদের নজরে রাখুন। এতে বিরক্তকর প্রতিবেশীদের এড়িয়ে চলার সুবিধা হবে।
❏ ‌এমনভাবে জানলা বা দরজা খুলে রাখবেন না, যাতে তাঁরা নিজেদের ঘরে বসেই আপনার ওপরে নজর রাখতে পারেন।
❏ তাঁদের সঙ্গে কখনই লম্বা গল্প জুড়বেন না। এতে তাঁরা বীতশ্রদ্ধ হয়ে পড়বেন। আপনার ওপরে তাঁদের আগ্রহ কমে যাবে।
❏ তাঁরা দরজার সামনে দাঁড়িয়ে গল্প করলে বারবার দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন।
❏ যখনই তাঁরা গল্প করার চেষ্টা করবেন, তাঁদের বুঝিয়ে দিন আপনি এখন ব্যস্ত।