অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পাহাড়তলীতে লাইনচ্যূত হয়ে রেলের ৩টি বগি উল্টে গেছে

0
04
পাহাড়তলীতে মহানগর গোধূলি লাইনচ্যূত হয়ে পড়ার পর। ছবি: বাবলা।

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর গোধূলি ট্রেনটি পাহাড়তলী এলাকায় লাইনচূত্য হয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে ৩টি বগি উল্টে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছে।

02
মহানগর গোধূলী লাইনচূত্য।

বুধবার বেলা সোয়া ৩টার দিকে পাহাড়তলী স্টেশনে উত্তরে নিউ গেইট (পাহাড়তলী থানার কাছে) এ ঘটনা ঘটেছে। রিলিফ ট্রেন এবং স্থানীয় জনতা উদ্ধার কাজ চালাচ্ছে। ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে রেলওয়ে কন্ট্রোলরুম সুত্রে জানাগেছে।

03
লাইনে জোড়াদেয়া স্থানে নাটবল্টু খুলে পড়ে ট্রেন লাইনচূত্য হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ের ট্রাফিক পরিদর্শক মঞ্জুরুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় মহানগর গোধুলী ট্রেনটি পাহাড়তলী রেল ক্রসিং-এল লাইন পরিবর্তন করার সময় এর ৪টি বগি লাইনচ্যুত হয়।

তবে এই দুর্ঘটনায় তাৎক্ষনিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পরই উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার অভিযান শুরু করেছে। এই দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলযোগাযোগ সাময়িক বিঘ্নিত হচ্ছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।