অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পতেঙ্গা থানা বিএন‌পির ৫৩ নেতাকর্মীকে কারাগা‌রে প্রেরণ

1
.

চট্টগ্রামে নাশকতার মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিয়া ভোলা ও নগর যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টে ইকবালসহ বিএনপি যুবদলে  ৫৩ বিএনপি নেকাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

আজ বুধবার (২৬জুন) মহানগর দায়রা জজ আল ইমরান এর আদালতে আত্মসমর্পন কর‌লে আদালত জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে প্রেরণের নির্দেশ দেন।

বিএনপির নেতারা জানায়, বিগত জাতীয় নির্বাচনের পূর্বে নগরীর ১২ থানায় বিএনপির নেতাকর্মীদের নামে পুলিশ মিথ্যা নাশকতার অভিযোগে অন্তত দুই শতাধিক গায়েবী মামলা দায়ের করে। এসব মামলায় কয়েক হাজার নেতাকর্মীকে আসামী করা হয়।

পতেঙ্গা থানার একটি মামলার নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তরবর্তিকালীন জামিন নিলে আদালতে নির্দেশে আজ নিম্ম আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠায় বলে নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবি কামরুল ইসলাম।

নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান মিথ্যা মামলায় ৫৩ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানো ঘটনায় তীব্র নিন্দা জানান।

১ টি মন্তব্য
  1. S M Farukhi Azam বলেছেন

    খুব ভালো হয়েছে
    বাংলাদেশের হেঁডার রাজনীতী সাওয়ের রাজনীতী করতে যায় কেনো?