অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভারতে চিকিৎসা নিতে গিয়ে পাসপোর্ট হারিয়ে বিপাকে ঢাকার বাকী

1
.

কামরুল ইসলাম দুলু ভেলোর থেকেঃ
ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশী এক রোগী পাসপোর্ট হারিয়ে বিপাকে পড়েছেন। ওই ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল্লাহ হিল বাকী (৫৪)। তাঁর বাড়ি ঢাকার সবুজবাগ থানার ৮২/বি/২,মাদারটেক, পোস্ট-বাসাবো এলাকায়।

তার সাথে আলাপে জানা যায়, ২৬ জুন বুধবার দুপুর সাড়ে ১২ টায় কলকাতার হাওড়া ষ্টেশান থেকে ভেলোরের সিএমসি হাসপাতালের উদেশ্যে কাটপাটি রেল ষ্টেশনে আসার সময় হামসাফার ট্রেনে নিজের ব্যাগ ভুলবশত রেখে নেমে যান। উক্ত ব্যাগে পাসপোট ছাড়াও প্রায় ৭০ হাজার টাকা এবং একটি মোবাইল ছিল।

পাসপোর্ট ও টাকা হারিয়ে মোহাম্মদ আবদুল্লাহ হিল বাকী বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

বিষয়টি ভেরোরের কাটপাটি রেল ষ্টেশনের পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে। পুলিশ হারিয়ে যাওয়া পাসপোর্ট ফিরে পেতে গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছে। বর্তমানে আবদুল্লাহ হিল বাকী এ প্রতিবেদকের সাথে ভেলোরের স্টার রেসিডেন্সী হোটেলে অবস্থান করছেন।

১ টি মন্তব্য
  1. Manna Mazumder বলেছেন

    আসল জিনিসটাই রেখে নেমে গেলেন?????