অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চোখের সাজেই জাদু

0
.

চোখের সাজে

প্রতিদিনের সাজে হোক বা কোনো অনুষ্ঠানের বিশেষ লুকের জন্য মূল সৌন্দর্য নির্ভর করে চোখের সাজে।

ওমেন্স ওয়ার্ল্ডের সিইও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম বলেন, প্রতিটি মানুষের চোখই সুন্দর। তারপরও উৎসব ও চোখের আকার অনুযায়ী সঠিক সাজে নারীর সঙ্গে যোগ হয় বাড়তি সৌন্দর্য, ফুটিয়ে তোলে ব্যক্তিত্বও।

চোখের সাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইলাইনার ঠিকভাবে দেওয়া। আইলাইনার যদি সঠিকভাবে দিতে পারেন, তবেই আপনি পাবেন কাঙ্ক্ষিত লুক। যেভাবে আইলাইনার দেবেন:

বোল্ড লুকের জন্য
যাদের ত্বক অনেক উজ্জ্বল-ফর্সা বোল্ড লুক করে দেখতে পারেন। এই চোখ হয়ে উঠবে ঘন কালো। লিকুইড লাইনার দিয়ে ওপরের পাতায় আগে আউটলাইনটা করে নিন। তারপর কাজল দিয়ে ভরাট করে দিন। এরপর নীচের পাতায়ও কাজল দিয়ে দিন।

রেগুলার
যারা একদম এক্সপেরিমেন্ট করতে চান না তাদের জন্য আছে রেগুলার লুক। প্রথমে ওপরের পাতায় সরু করে লাইন টেনে দিন। তারপর নীচের পাতায়ও চিকন করে এঁকে এরপর ওপরের আস্তে আস্তে মোটা করে নিন।

স্মকি অ্যাই
আজকাল যেকোনো রাতের অনুষ্ঠানেই একটু জমকালো সাজে নারীরা চোখে স্মকি লুক করে থাকেন। স্মকি লুক পেতে চোখের ওপরের পাতায় মোটা করে লাইনার দিন। তারপর নীচের পাতায়ও দিয়ে দিন।

এছাড়া
• পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে শ্যাডো লাগিয়ে নিন। চোখের নিচে টেনে কাজল দিন
• রাতের অনুষ্ঠানে দুই বার করে মাশকারা লাগিয়ে নিয়ে চোখের সাজ শেষ করুন
• পারফেক্ট সাজের জন্য নিজেই কয়েকবার চেষ্টা করুন
• অবশ্যই ভালো ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করুন
• মেয়াদ না থাকলে সেই পণ্য ব্যবহার করা যাবে না
• বাড়িতে ফিরে চোখের মেকআপ তুলে নিন।