অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পোস্ট মাষ্টারের ৬ বছর কারাদণ্ড

0
Law20160509111310
ছবি:প্রতিকী।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী পোষ্ট অফিসের সাবেক পোস্টমাস্টার ইব্রাহিম খলিল দিদারকে অর্থ আত্মসাতের মামলায় ৬ বছরের কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।  একই সাথে তাকে ২০ লাখ ২৬ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার( ১৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের হাকিম মীর রুহুল আমীন এই রায় দেন।

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চলের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী জানান,পাহাড়তলী থানায় ২০১২ সালের দায়ের হওয়া অর্থ আত্মসাতের মামলায় বিচারক পৃথক তিনটি ধারায় তাকে মোট ৬ বছরের কারাদন্ড দেয় এবং অত্মসাত করা ২০লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেন।

২০১২ সালের ১২ ডিসেম্বর পাহাড়তলী থানায় ইব্রাহিম খলিল দিদারের নামে অর্থ  আত্মসাতের মামলা করেন দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক শহীদুল আলম সরকার।।  দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আবুল বাশার মামলাটির তদন্ত করে চার্জশিট দিয়েছেন ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি।এই চার্জশিটে পোস্টমাস্টার দিদারের বিরুদ্ধে ব্যাপক হারে অর্থ আত্মসাতের প্রমান পাওয়া যায়।

মামলার পর ইব্রাহিমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। আসামী বর্তমানে পলাতক আছে।