অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রূপচর্চায় ভাতের মাড়!

0
.

প্রতিদিনই বাড়িতে ভাত রান্না হয়। অনেক সময় কাপড়ে ভাতের মাড় ব্যবহার করি। এর বাইরে? না আর তেমন কোনো ব্যবহার নেই ভাতের মাড়ের।

ত্বকের যত্নে কখনো ভাতের মাড় ব্যবহার করেছেন? না করে থাকলে আজ থেকেই শুরু করুন। কারণ:

• সুস্থ-সুন্দর ত্বকের জন্য অপরিহায্য উপাদান, ময়েশ্চেরাইজারের বড় উৎস ভাতের মাড়
• ভাতের মাড় দিয়ে ধুলে, ত্বক গভীর থেকে পরিষ্কার করে
• উজ্জ্বলতা বাড়ায়, ত্বক কোমল রাখে
• ত্বকের লালচে ও কালচে দাগ দূর হয়
• বলিরেখা দূর করে
• ত্বকে ব্রণ সমস্যায়ও উপকার পাওয়া যায় ভাতের মাড় ব্যবহারে
• শুধু কি ত্বকের জন্যই কাজে দেয় ভাতের মাড়? চুলের আগা ফাটা রোধ করে চুলও মজবুত, নরম ও মসৃণ রাখে।

ভাত রান্না করার সময় চাল পরিষ্কার করে ধুয়ে নিন। ত্বকে বা চুলে ভাতের মাড় ঠাণ্ডা অবস্থায় লাগাতে হবে।