অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিজেই তৈরি করুন গোলাপজল

0
.

রূপচর্চায় গোলাপজলের ব্যবহার হাজার বছরের। রাজকন্যা-রাণীদের সৌন্দর্য বাড়াতে যেমন অবদান রেখেছে গোলাপজল, হালের বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, প্রিয়াংকা বা মনসিও রূপচর্চায় ব্যবহার করছেন গোলাপজল।

• বিভিন্ন প্যাকের সঙ্গে মিলিয়ে গোলাপজল ব্যবহার করেন অনেকে
• আবার বাইরে থেকে ফিরে ত্বক পরিষ্কারের দায়িত্বও গোলাপজলের
• ত্বক কোমল করে দাগ সারিয়ে উজ্জ্বল করতে গোলাপজলের জুড়ি নেই।

সব ঘরেই ছোট এক বোতল গোলাপজল থাকে। কেমন হয় এটি যদি ঘরেই তৈরি করা যায়?

খুব সহজ, শিখে নিন:

প্রথমে একটি পাত্রে ৬টি তাজা গোলাপের পাপড়ি ছাড়িয়ে রাখুন।
এক কাপ ফিল্টার করা পানি গরম করে নিন, ফুটে ওঠার আগেই নামিয়ে গোলাপের পাপড়ির ওপরে ঢেলে দিন।

এভাবেই আধাঘণ্টা রেখে দিন। এবার পানি থেকে পাপড়ি ছাঁকনি দিয়ে আলাদা করে নিন।
ঠাণ্ডা হলে স্বচ্ছ একটি বোতলে ভরে রাখুন আপনার নিজের তৈরি গোলাপজল, প্রয়োজনমতো ব্যবহার করুন।

একবার তৈরি করা গোলাপজল ১০ দিন ব্যবহার করতে পারবেন।