অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এরশাদ এখনো বেঁচে আছেন, গুজব না ছড়ানোর আহবান জিএম কাদেরের

1
.

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়াতে সোমবার সবার প্রতি আহ্বান জানিয়েছেন তার ছোট ভাই জিএম কাদের।

তিনি বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত। তবে তার অবস্থা নিয়ে গুজব না ছড়াতে আমি সবার কাছে অনুরোধ করছি এবং কোনো ধরনের গুজবে কান দেবেন না।’

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন জিএম কাদের।

দ্রুতই এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘তবে তিনি এখনো শংকামুক্ত নন।’

কাদের আরও বলেন, হাসপাতালের চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার পরামর্শ দেননি এবং তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করছেন।

তিনি বলেন, ‘তার ফুসফুস সংক্রমণ ‍উন্নতি হয়েছে কিন্তু কিডনি সংক্রমণ বেড়েছে। তার সামগ্রিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

রবিবার থেকে এরশাদের শারীরিক অবস্থা আবারও খারাপ হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে।

রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের কাদের বলেন, শ্বাসপ্রশ্বাসে সমস্যার কারণে তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে।

শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বুধবার এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়।

রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা।

গত নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। এরশাদ গত আট মাসে বিভিন্ন সময়ে সিএমএইচ এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেন।

১ টি মন্তব্য
  1. Alomgir Hossain বলেছেন

    He is ready to go..
    Mir Zafor