অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আগামীকাল পূর্ণ সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

5
.

আগামীকাল মঙ্গলবার (২ জুলাই) পূর্ণ সূর্যগ্রহণ। দক্ষিণ মহাসাগরের ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুতু্ওয়ারা দ্বীপের বাসিন্দা আর বলিভিয়ার বাসিন্দারা দেখতে পাবেন এই পূর্ণগ্রাস। তবে বাংলাদেশের আকাশে সূর্যগ্রহণ দেখা যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ২ জুলাই রাত ১০টা ৫৫ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। রাত ১২টা ২ মিনিটে কেন্দ্রীয় সূর্যগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ২ টা ৪৩ মিনিটে। এর মাঝে সূর্যের সর্বোচ্চ গ্রহণটি হবে বাংলাদেশ সময় রাত ১টা ২৩ মিনিটে। তখন গ্রহণটির স্থায়িত্ব হবে ৪ মিনিট ৩৮ সেকেন্ড। রাত ৩টা ৫০ মিনিটে সম্পূর্ণ গ্রহণ শেষ হবে।

যখন পূর্ণগ্রাস ঘটে, তখন সূর্য ও পৃথিবীর মাঝ বরাবর চাঁদ চলে আসে এবং তারা একই সরলরেখায় অবস্থান করে। এতে চাঁদের আড়ালে সূর্য ঢাকা পড়ে যায় এবং চাঁদকে অনেক বড় দেখায়। সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে। এতে কোনো কোনো স্থানে তখন পূর্ণ সূর্যগ্রহণ দেখা দেয়। এ সময় সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে।

এবারের সূর্যগ্রহণটি দক্ষিণ মহাসাগরের ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুতু্ওয়ারা দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক থেকে শুরু হয়ে বলিভিয়ার মুরকু শহরের দক্ষিণ-পূর্ব দিক পর্যন্ত দেখা যাবে।

৫ মন্তব্য
  1. Md Sohel বলেছেন

    আমাদের দেশে কি কোন সমস্যা হবে,

  2. Md Sohel বলেছেন

    আমাদের দেশে কি কোন সমস্যা হবে,

  3. Md Alamgir বলেছেন

    পরবর্তী আপড়েট জানানোর জন্য অনুরোধ রহিল

  4. Md Alamgir বলেছেন

    এই সময় গর্ববতি মেয়েদের করনিয় কি জানাবেন কি

  5. R Salmaan Bean Alam বলেছেন

    Kuhshi Ahmed oi aita dek