অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়ায় মোস্তফা বেগমের দাফন সম্পন্ন

1
.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর ও গ্রামের বাড়ি লোহাগাড়ায় দুই দফা জানাজা শেষে চট্টগ্রামের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান মোস্তফ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সওদাগরের সহধর্মীনি ও গ্রুপের সাবেক চেয়ারপার্সন আলহাজ্বা মোস্তফা বেগমকে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর জমিয়তুল ফালাহ মাঠে অনুষ্ঠিত প্রথম নামাজে জানাজায় ইমামতি করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল (স.) মাওলানা তাহের জাবেরী আল-মাদানী।

এসময় এস আলম গ্রুপের পরিচালক খোরশেদ আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের চেয়ারমান মাহবুবুল আলম, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ও সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, লোহাগাড়া সমিতি-চট্টগ্রাম এর সেক্রেটারি নাজমুল মোস্তফা আমিন, মহানগর শ্রমিক নেতা এস এম লুৎফর রহমানসহ চট্টগ্রামের স্বনামধন্য শিল্পপতিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

.

জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মরহুমার পূত্র ও লোহাগাড়া সমিতি-চট্টগ্রাম এর সভাপতি আলহাজ্ব শফিক উদ্দিন। একইদিন বাদে আছর মরহুমার গ্রামের বাড়ি লোহাগাড়ায় কর্ণেল (অব.) অলি আহমদ বীরবিক্রম স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দফা নামাজে জানাজায় ইমামতি করেন ফটিকছড়ি নানুপুর দরবারের পীর মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী।

এতে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইসমাঈল মানিক। জানাজায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষকম-লীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

শোক প্রকাশ: লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব শফিক উদ্দিনের রত্মাগর্ভা মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামশুল ইসলাম, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন ও লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের নেতৃবৃন্দ। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

১ টি মন্তব্য
  1. Zahirul Islam বলেছেন

    ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন।