অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে প্লেট চাপা পড়ে শ্রমিক নিহত

3
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার শিল্পাঞ্চল সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙ্গা কারখানায় লোহার প্লেটে চাপা পড়ে মামুন হোসেন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

আজ বুধবার (৩জুলাই) সকাল সাড়ে ৭ টা বাজে উপজেলার ছোট কুমিরা এলাকায় তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, শীপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় একজন শ্রমিক প্লেট চাপা পড়ে নিহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত মামুন নওগা জেলার একই থানার খাজ মন্ডলপাড়া গ্রামের মেহের আলীর পুত্র।

লাশটি উদ্ধার করে পুলিশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

৩ মন্তব্য
  1. Jakir Hossen Ziku বলেছেন

    যতদিন জাহাজ ভাঙ্গা শিল্পে শ্রমিকদের জন্য পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিরাপত্তা নিশ্চিত হবে না। মৃত্যু এই মিছিলও বন্ধ হবে না। আর কত শ্রমিকের প্রাণ গেলে কর্তৃপক্ষ সেফটি অধিকার নিশ্চিত করবে?
    উক্ত শিল্পের মালিকদের অনিহার কারণে কর্মরত শ্রমিকরা পাইনি নিয়োগপত্র ও পরিচয়পত্র। সেফটি অধিকার তো অনেক দুরের কথা।

  2. Ismail Hossain বলেছেন

    ইন্নানিল্লাহ ইয়া আল্লাহ যাঁরা জাহাজ কাঁটার কাজ করে তাদেরকে তুমি বিপদ আপদ থেকে হেফাজতে রাখিও আমিন

  3. M Nazmul Islam বলেছেন

    Inna Lillahi Uainna Ilaihi Rajiun