অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খালেদার মুক্তির দাবীতে ২০ জুলাই চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ

0
.

কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করেছে দলটি।

আগামী ২০ জুলাই শনিবার চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছি দলের নেতারা। এ উপলক্ষে প্রস্তুতি সভাও করছে বিএনপি ও অঙ্গ সংগঠন।

নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দান অথবা লালদীঘি সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের সামনে এ সমাবেশের স্থান নির্ধারণ করেছে বিএনপি।

বিভাগীয় এ মহাসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এ লক্ষ্যে অনুমোতি চেয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)র কাছে লিখিত আবেদন জানিয়েছে বিএনপির পক্ষ থেকে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী পাঠক ডট নিউজকে বলেন, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, প্রথমে লালদীঘির মাঠ চেয়েছিলাম। সেখানে মাসব্যাপী বৃক্ষমেলা থাকায়।
এখন কাজীর দেউরী মোড় অথবা লালদীঘির পাড়স্থ জেলা পরিষদ মার্কেট চত্বরে সমাবেশ করার জন্য সিএমপিকে জানিয়েছি।

বিএনপির প্রতিনিধি দল সিএমপির এডিসি কাজেমুর রশীদের সাথে দেখা করে সমাবেশের কথা জানিয়েছে।

বিএনপির দলীয় সুত্রে জানাগেছে, আগামী ১০ জুলাই বিএনপির প্রতিনিধি দল সিএমপি কমিশনারের সাথে দেখা করে সমাবেশ সফল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হবে।

জানাগেছে, গত ২৯ জুন অনুষ্ঠিত কেন্দ্রিয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবীতে সারাদেশে বিভাগীয় মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়। সমাবেশগুলোতে দলের মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।