অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাশ্মীরে সেনা দফতরে হামলায় ১৭ ভারতীয় সেনা নিহত

2
india-nws-1
স্বাধীনতাকামীদের হামলায় অন্তত ১৭ ভারতীয় সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতরে স্বাধীনতাকামীদের হামলায় অন্তত ১৭ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রবিবার ভোররাতে কাশ্মীরের উরি এলাকার এ ঘটনায় হামলাকারী চার জনও নিহত হয়েছেন।

২০১৪ সাল থেকে কাশ্মীরের উত্তরাঞ্চলে স্বাধীনতাকামীদের চালানো হামলাগুলোর মধ‌্যে এটিই সবচেয়ে বড় হামলা।

আহতদের হেলিকপ্টারে করে প্রায় ৭০ কি.মি. দুরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানকে হামলায় জড়িত থাকার অভিযোগ এনে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর অস্থির রাখতে পাকিস্তানের বড় ধরনের নীলনকশারই অংশ এটি।

ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ফিদায়ি অথবা অন্য কোনো আত্মঘাতি স্কোয়াডের সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে প্যারা কমান্ডো। উরির ১২ নম্বর ব্রিগেড হেডকোয়ার্টারের ওই সেনা ছাউনিতে হামলাটি করা হয়।

সেনা হেডকোয়ার্টারে হামলার ঘটনায় রাশিয়া ও আমেরিকা সফর বাতিল করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানান।

পরিস্থিতি নিয়ে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২ মন্তব্য
  1. Solaiman Mohammad বলেছেন

    সারপ্রাইজ, দারুন খবর, মনটা হালকা হয়েগেল,