অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৬১ টাকার গ্যাস দিচ্ছি ৯ টাকায়, তারপরও আন্দোলন : প্রধানমন্ত্রী

0
.

৬১.১২ টাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনে গৃহস্থালী পর্যায়ে গ্রাহকের কাছে ৯.৮০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দাম বাড়ানোর পরও সরকার গ্যাসে ভর্তুকি দেবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আপনারা বিবেচনা করে দেখেন আমি ৬১ টাকায় কিনে এনে দিচ্ছি ৯টায়, তারপরও আন্দোলন। তবে আন্দোলনে একটা মজার ব্যাপার আছে, বাম-ডান মিলে গেছে। খুব ভালো।’

আজ সোমবার বিকেল ৪টা ৯ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মার্কিন কংগ্রেস সদস্য ব্র্যাডলি শেরম্যানের প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন বলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান।  সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই প্রস্তাবকে অযাচিত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সার্বভৌমত্বে পূর্ণ শ্রদ্ধা রয়েছে বাংলাদেশের।

শেখ হাসিনা বলেন, ‘৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ নিয়েই আমরা সন্তুষ্ট। কারো সার্বভৌমত্বে আঘাত দিতে চাই না। এটি কোন যৌক্তিক প্রস্তাব হতে পারে না। এটি গর্হিত কাজ। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, মিয়ানমারে রোহিঙ্গাদের নিয়ে একটি সমস্যা হয়েছে। সেটার যথাযথ সমাধান করা হবে সেটিই আমরা চাই। প্রধানমন্ত্রী আরো বলেন, যেখানেই যুক্তরাষ্ট্র হাত দিয়েছে, সেখানেই জঙ্গীবাদের সৃষ্টি হয়েছে, অশান্তির সৃষ্টি হয়েছে। এখন আমাদের অঞ্চলে নজর দিয়েছে। আমরা শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই।’

১৩ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার বাজেট বিষয়ক এক শুনানিতে রাখাইন রাজ্যকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন কংগ্রেসের এশিয়া প্রশান্ত উপ-কমিটির চেয়ারম্যান ব্র্যাডলি শেরম্যান। শেরম্যান সুদান ও দক্ষিণ সুদান বিভক্তে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরে বলেছিলেন, ‘কেন ওয়াশিংটন মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিক অধিকার রক্ষায় একই ধরনের পদক্ষেপ নিতে পারে না?’ শেরম্যান বলেন, ‘যদি মিয়ানমার রোহিঙ্গাদের দায়িত্ব নিতে না পারে তবে রাখাইনকে বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত করাই যুক্তিসঙ্গত। কারণ বাংলাদেশই নিপীড়িত রোহিঙ্গাদের দায়িত্ব নিচ্ছে।’