অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লজ্জার রেকর্ড ভারতের, চেপে ধরেছে নিউজিল্যান্ড

0
.

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। আজ যে হারবে সে বাড়ির টিকিট কাটবে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ চলছে রিজার্ভ ডেতে।

ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে ভারতের বিপক্ষে মঙ্গলবার (৯ জুলাই) ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে স্টেডিয়ামে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে বেশি সুবিধা করতে পারেনি তাসমান পাড়ের দলটি।  বৃষ্টির বাধায় ম্যাচ গাড়ায় রিজার্ভ ডে’তে। প্রথম দিন ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করেন কিউইরা। বুধবার (১০ জুলাই) খেলা শুরু হলে ভারতকে ২৪০ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড।

ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে ভারত। ৫ রানেই হারায় রোহিত, কোহলি ও রাহুলের উইকেট। রিষভ প্যান্ট ও ডিনেশ কার্তিক টেনে তোলার টেষ্টা করেও লাভ হয়নি। দলীয় ২৪ রানে বিদায় নেয় ৬ রান করা ডিনেশ কার্তিক।

নিউজিল্যান্ডের বোলাররা ভারতের শক্তিশালী ব্যাটিংকে চেপে ধরেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২ রান।

পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৪/৪। উইকেটে ছিলেন রিষভ প্যান্ট এবং হার্দিক পান্ডিয়া।

পাওয়ার প্লে’তে ভারতের ২৭ রান চলতি বিশ্বকাপের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এরআগে পাওয়ার প্লে’তে সর্বনিম্ন রান ছিলো একই ম্যাচে নিউজিল্যান্ডের। তাছাড়া গ্রুপ পর্বে ভারত এরকম আরেকটি লজ্জার রেকর্ড গড়েছিলো। তা এ ম্যাচেই ভাঙ্গে নিউজিল্যান্ড, আর নিউজিল্যান্ডের সেই রেকর্ড ভাঙ্গেন সেই ভারত। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেটে ২৮ রান করেন।