অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

১০ বছরে বিএসএফের গুলিতে ২৯৪ বাংলাদেশি নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

0
.

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গত ১০ বছরে মোট ২৯৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বিএনপির এমপি (চাঁপাইনবাবগঞ্জ-৩) মো. হারুনুর রশিদের লিখিত প্রশ্নের জবাবে আজ সংসদে তিনি এ পরিসংখ্যান তুলে ধরেন।

তথ্য অনুযায়ী, ২০০৯ সালে সর্বোচ্চ ৬৬ বাংলাদেশি বিএসএফ এর গুলিতে নিহত হন। আর ২০১৮ সালে সর্বনিম্ন তিনজন নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা কমিয়ে আনতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘এ বিষয়ে সরকারও কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’

বিএসএফ সীমান্তে হত্যা শূন্য কোঠায় নামিয়ে আনতে একমত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার সংখ্যা আগের বছরের তুলনায় অনেকটা কমে এসেছে।

মন্ত্রীর দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০৯ সালে কমপক্ষে ৬৬ বাংলাদেশি বিএসএফ এর গুলিতে নিহত হন। ২০১০ সালে ৫৫, ২০১১ ও ২০১২ সালে ২৪ জন করে, ২০১৩ সালে ১৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৭ সালে ১৭ জন এবং ২০১৮ সালে তিনজন নিহত হন।

এমপি হারুনুর রশিদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৮ সালে ১ লাখ ৬১ হাজার ৩২৩ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১ লাখ ১৯ হাজার ১৮৭টি মামলা হয়েছে।