অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আগে থেকেই ফাইনালের টিকেট কেটে কপাল চাপড়াচ্ছেন ভারতীয়রা

0
.

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে রাউন্ড রবিন লীগের পয়েন্ট তালিকার সবার উপরে থেকে সেমিফাইনালে উঠেছিল ভারত। সেমিফাইনালে তাদের সামনে পড়ে চার নম্বরে থাকা কিছুটা ভাগ্যের সহায়তা নিয়ে আসা নিউজিল্যান্ড।

এ কারণেই হয়তো টিম ইন্ডিয়ার সমর্থকরা অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন। সেমিফাইনালের আগেই কেটে রেখছিলেন ফাইনালের টিকেট। সূত্র বলছে, ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনালের মোট টিকেটের ৪১ শতাংশ সেমিফাইনালের আগেই কিনে রেখেছিলেন ভারতীয় সমর্থকরা।

তবে শেষমেশ আর ফাইনালে পৌঁছানো হয়নি বিরাট কোহলির দলের। কিউইদের কাছে ১৮ রানে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। তাই চড়া দামে আগে থেকে কিনে রাখা টিকেট নিয়ে কপাল চাপড়াচ্ছেন ভারতীয়রা।

তবে আইসিসির ওয়েবসাইট থেকে কেনা অগ্রিম টিকেট ফেরত দেয়া যাবে। সেক্ষেত্রে যদি অন্য কেউ টিকেটের আবেদন করে তখনই ফেরত দেয়া যাবে টিকেট।

তবে আইসিসি কোনো ক্ষতি দেখেছে না এতে। বরং এরই মধ্যে বাকি ৫৯ শতাংশ টিকেটও বিক্রি হয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সমর্থকদের কাছে। ভারতীয়রা বরং সুবিধাই করে দিলো শতভাগ টিকেট বিক্রির লক্ষ্য পূরণের ক্ষেত্রে!