অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাপ্তাইয়ে পাহাড় ধসে দুই সিএনজি যাত্রী নিহত

0
.

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে দুজন নিহত হয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাঙামাটি-বান্দরবান সড়কের রাইখালী এলাকায় সড়কে চলমান অটোরিকশার ওপর পাহাড় ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন অটোরিকশার যাত্রী ছিল।

তারা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত দুলাল বড়ুয়ার ছেলে অতল বড়ুয়া (৫০) ও রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রাইখালী বাজারের তংহ্লা চাই মারমার ছেলে আচামং মারমা (৪২)।

দুর্ঘটনার পর থেকে রাঙামাটি-বান্দরবান সড়কের রাইখালী এলাকায় যান চলাচল বন্ধ আছে।

.

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে আছি। উদ্ধার অভিযান চলছে।’

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার দুপুরে জেলার কাপ্তাইয়ের কেপিএম কলাবাগান এলাকার মালি কলোনী পাহাড়ধসে সূর্য মল্লিক (৫) নামে এক শিশু ও তাহমিনা বেগম নামের এক নারী নিহত হন।