অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খুন, ধর্ষণ ও মাদকের আগ্রাসন বন্ধে সচেতনতায় সীতাকুণ্ডে মানববন্ধন অনুষ্ঠিত

2
.

সীতাকুণ্ড প্রতিনিধি,চট্টগ্রাম

‘বন্ধ হোক খুন, ধর্ষণ ও মাদকের আগ্রাসন, অপরাধ করব না, অপরাধ সইব না’ এ স্লোগানে সীতাকুণ্ড প্রেস ক্লাবের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উক্ত মানববন্ধনে অংশ নেয় জনপ্রতিনিধি, অর্ধ শতাধিক সংগঠনসহ সাধারণ মানুষ। বৃষ্টি উপেক্ষা করেও খুন, ধর্ষণ, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে সীতাকুণ্ডের হাজারো মানুষ।

সকাল সাড়ে ১০টা থেকে ১১ টার এক ঘন্টার বিশাল মানববন্ধনে উপস্থিত হন সীতাকুণ্ডের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সীতাকুণ্ডের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইনের সভাপতিত্বে নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।

মানববন্ধনে অংশ নেয়, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি, সুরাঙ্গন খেলাঘর আসর, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম, আলোর দিশারী কিশোর সংঘ, প্রথম প্রহর ফাউন্ডেশন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ, মাতৃভুমি সামাজিক সংগঠন, রেডিও সাগরগিরি, জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ, সিকিউরসিটি শপিং কমপ্লেক্স, সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ, সীতাকুণ্ড কামিল মাদ্রাসা, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল, মেঘমল্লার খেলাঘর আসর, বারামখানা সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও শিশু সংগঠন, শিবপুর ক্রিড়াসংস্থাসহ বিভিন্ন সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দিদারুল আলম বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি হাতে নিয়েছে। ধর্ষনের বিরুদ্ধে আরও কঠোর আইন হচ্ছে। সুতরাং কোন অপরাধীই অপরাধ করে পার পাবে না।

বক্তরা বলেন, খুন, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে আগে স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। অপরাধ কোথাও সংগঠিত হতে দেখলে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জানাতে হবে।

২ মন্তব্য
  1. Ismail Hossain বলেছেন

    যাঁরা অন্যায় করে তাদেরকে পটেকসন দিচ্ছে কিছু জনগনের শত্রুরা সে কারনে অপকর্ম বন্ধ হচ্ছে না আগে জনগনের শত্রুর মুখ বন্ধ করতে হবে না জাতি অশান্তি সাগরে হাবুডুবু খাবে

  2. Sukkur Chowdhury বলেছেন

    ‘ সরকার তথা প্রশাসন কে সকল অপরাধীদের ধরে দ্রুত বিচারের মাধ্যমে কঠিন শাস্তি দিয়ে জনমনে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে।
    পাশাপাশি যেহেতু সমস্যাটি সার্বজনীন, তাই সমস্যাটি সামগ্রিকভাবে মোকাবেলা করতে হবে। সামাজিক সচেতনতা ও উদ্যোগের মাধ্যমে সবাইকেই এগিয়ে আসতে হবে।
    ধন্যবাদ উদ্যোক্তা ও অংশগ্রহনকারী সবাইকেই।