অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইন্তেকাল করেছেন এরশাদ

8
.

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রবিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

এইচ এম এরশাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান।

গত কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন সাবেক এই রাষ্ট্রপতি। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি।

এর আগে শনিবার (১৩ জুলাই) এরশাদের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন জিএম কাদের। সেদিন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। পল্লীবন্ধুকে বাঁচাতে শিরায় পুষ্টি দেওয়া হচ্ছে। কিডনি, লিভারসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ কোনো কাজ করছে না। সার্বিক অবস্থা যন্ত্রের মাধ্যমে স্বাভাবিক রাখা হয়েছে। তার নিয়মিত ডায়ালাইসিস চলছে।

শুক্রবার (১২ জুলাই) জিএম কাদের জানিয়েছিলেন, জাপার চেয়ারম্যানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এরশাদ কোনো রকম নড়াচড়া করছেন না। কোনো অঙ্গ ঠিকঠাক কাজও করছে না, কৃত্রিমভাবে চলছে। সে সময়ই জানা গিয়েছিল, এরশাদের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, তাকে বিদেশে নেওয়াও যাচ্ছে না। তবে সিএমএইচেই তার বিশ্বমানের চিকিৎসা হচ্ছে। তার লিভার এখনো পুরোপুরি কাজ করছে না।

গত ২৬ জুন সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার নানা অঙ্গ-প্রত্যঙ্গে কিছু সংক্রমণের চিকিৎসা চলে। তার ওষুধ পরিবর্তন করা হয়। ৩০ জুন এরশাদের শারীরিক অবস্থা গুরুতর হয়। ওই দিন তাঁর ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়েছে। মন্ত্রী-এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ফেসবুক স্ট্যাটাসে ও অখ্যাত অনলাইন পোর্টালে এরশাদের মৃত্যুর সংবাদ নিয়ে সৃষ্টি হয়েছিল নানা গুজবের। তাঁর মৃত্যু হয়েছে ভেবে অনেকেই শোক প্রকাশ করেন।

গত ৪ জুলাই দুপুরে এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেদিনই চিকিৎসক সূত্রে জানানো হয়েছিল, তার শারীরিক অবস্থা একেবারেই খারাপের দিকে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন তিনি। সৃষ্টিকর্তার বিশেষ রহমত ছাড়া তার এই যাত্রায় বেঁচে যাওয়াও যে কঠিন সে বিষয়েও আভাস দিয়েছিলেন চিকিৎসকদল।

একইদিন সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি, অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছে না বলে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এইচ এম এরশাদের ছোট ভাই জি এম কাদের।

এর আগে রবিবার (৩০ জুন) রাত সোয়া ১১টার দিকে এরশাদের ছোট ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছিলেন, এরশাদের অবস্থা সংকটাপন্ন।

৩০ জুনের আগে বনানীতে দলটির কার্যালয়ে অপর এক সংবাদ সম্মেলন জিএম কাদের এরশাদের শারীরিক অবস্থার কথা তুলে ধরে জানান, এরশাদের ফুসফুসে পানি এসেছে, ইনফেকশন দেখা দেওয়ায় শ্বাসকষ্ট বেড়ে গেছে। তাই জরুরি ভিত্তিতে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। ফুসফুসে পানি জমার কারণে সকাল থেকেই তার (এরশাদ) কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিল। যে কারণে, অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।

গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। এরপর ২৭ জুন পুনরায় অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সিঙ্গাপুর নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দেশেই রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

৮ মন্তব্য
  1. MJ Emon Chy বলেছেন

    আল্লা জন্নাত সচিব করো

  2. Shahabuddin Ahmed বলেছেন

    ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিওন।

  3. Mitu Khan বলেছেন

    It’s true?

  4. Mohammad Munshi Alauddin বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহের রাজিউন

  5. Md Solaiman Ali বলেছেন

    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া করি, মহান রাব্বুল আল আমিন উনাকে বেহেস্ত নসিব করুন- আমিন।

  6. Abdulla Al Mamun বলেছেন

    Allah taki Jannat basi koruk

  7. Abdulla Al Mamun বলেছেন

    Innalillahi oinna ilaehi rojiun

  8. Idris Tushar Nizamy বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।