অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হালকা মেইকআপের খুঁটিনাটি

0
.

সবসময় ভারী মেইকআপ নয়। হালকা মেইকআপে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়।

এতে চেহারায় একটা সতেজভাব থাকে এবং দেখতেও সুন্দর লাগে।

মেইকআপের মাধ্যমে চেহারায় সতেজভাব ফুটিয়ে তোলার পন্থা জানানো হল সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে।

মুখ: মুখ ভালো ভাবে ধুয়ে, টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের সঙ্গে মানানসই প্রাইমার ব্যবহার করুন। ত্বকের দীপ্তি বাড়াবে এমন ফাউন্ডেশন মুখ ও গলায় মেখে নিন। ত্বকে কোনো ধরনের দাগ-ছোপ বা রংয়ের ভারসাম্যহীনতা থাকলে তাতে কন্সিলার ব্যবহার করে নিন।

গাল: মুখে উঁচু অংশ যেমন- ভ্রুয়ের উপরের অংশ, গালের হাড়, নাকের উঁচু অংশ এবং থুতনিতে ক্রিম-ধর্মী হাইলাইটার ব্যবহার করুন। গালে মানানসই ব্লাশ ব্যবহার করুন।

চোখ: পেন্সিলের সাহায্যে ভ্রু এঁকে নিন। হালকা পিচ রংয়ের শিমার শ্যাডো চোখের পাতার উপরের অংশে লাগান। চোখের রেখা দৃঢ় করতে হালকা করে কাজল লাগিয়ে নিন। তারপর মাস্কারা পরুন, চোখ সুন্দর লাগবে।

ঠোঁট: ঠোঁটে মসৃণভাব আনতে লিপ্স মাস্ক বা লিপবাম ব্যবহার করুন। সুন্দর গোলাপি রংয়ের স্যাটিন-ধর্মী রং বেছে নিতে পারেন, দেখতে ভালো লাগবে।