অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা মেয়েসহ ৩ জন দগ্ধ

1
.

চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা মেয়েসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ রবিবার (১৪ জুলাই) ভোরে কলসী দিঘীরপাড়ের ধামুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রাজিয়া আক্তার (৪৫), তার ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া (১৯)।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানায়, ভোরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন,গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলেমেয়ে ৩ জন দগ্ধ হয়ে চমেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানিয়েছে তিনজনের মধ্যে রাজিয়া ৫৫ শতাংশ, ইয়াছিন ৩৫ শতাংশ ও তানিয়ার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

১ টি মন্তব্য
  1. S M Farukhi Azam বলেছেন

    আহা কোথাও নিরাপদ নেই