অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বৃষ্টি উপেক্ষা করে লালদীঘিতে এরশাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

0
লালদীঘিতে এরশাদের গায়েবানা জানাজা।

চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ জেলা জাতীয় পার্টি তথা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে রবিবার বাদ আছর এই গায়েবানা জানাজার নামাজ সম্পন্ন হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা এসে জড়ো হন লালদীঘি ময়দানে। তারা পল্লীবন্ধুর স্মৃতিচারণের পাশাপাশি তার সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

তুলুম বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেয় বলে জানায় যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিদ্দিকী।

নামাজে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ ইয়াকুব। দোয়া পরিচালনা করেন লালদীঘি জামে মসজিদের খতিব মাওলানা নুরুন নবী।

এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

জানাজাপুর্বে  লালদীঘি মাঠে জাপা নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্বের মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পল্লীবন্ধু এরশাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন, উপজেলা পদ্ধতি প্রবর্তন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন, ২০টি মহকুমাকে ৬৪ জেলায় রুপান্তরিত করা, গুচ্ছগ্রাম, পথকলি ট্রাস্ট, ঔষধনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি, প্রণয়ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। এদেশের গরীব, কৃষক, শ্রমিক জনতা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে পল্লীবন্ধু এরশাদকে।

জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম.এ মতিন, নগর জাতীয় পার্টির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জাপা কেন্দ্রীয় সদস্য অলিউল্লাহ চৌধুরী মাসুদ, নগর জাপা সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, ওসমান খান, জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলভরগী, জহুরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিদ্দিকী, নগর যুব সংহতি সভাপতি এস.এম সাইফুল্লাহ সাইফু, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল বশর সুজন, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, নগর জাপা নেতা আমিনুল হক আমিন প্রমুখ।

এদিকে আগামীকাল সোমবার বাদ আসর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে আরেকটি গায়েবানা জানাজার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি।