অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ষোলশহরে ফ্লাইওভার থেকে নীচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট শিশু

0
ফাইল ছবি।

নগরীর ষোলশহর দুই নাম্বার গেইট বেবি সুপার মার্কেটের সামনে ফ্লাইওভার থেকে নীচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক শিশু (৯)।

বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।  অজ্ঞাত এই শিশুর লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে পুলিশ।  তবে এই শিশুর নাম পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

প্রতক্ষ্যদশী ওসমান চৌধুরী জানান, রাত ১০টা১৫ দিকে ৮/৯ বছরের একটি ছেলেকে ট্রাক (ফেনী ট-১১০৬৪৪) চাপা দিয়ে পালিয়ে যায়।  ঘটনাস্থলে ছেলেটির মৃত্যু হয়।  গাড়িটি পালিয়ে গেলেও এলাকার লোকজন নম্বর নিতে পেরেছে।

অদিত্য বড়ুয়া নামে আরেক প্রতক্ষ্যদর্শী ছেলেটা অনাথ ছিল গাম নামক নেশায় আসক্ত ছিল। বন্ধুদের সাথে ধাক্কাধাক্কির একপর্যায় ফ্লাইওভারের নিচ অংশ থেকে পড়ে যায় তখনি গাড়ির নিচে চাপা পড়ে।

এদিকে এ ব্যাপারে জানতে চাইলে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া পাঠক ডট নিউজকে বলেন, ঘটনাস্থল আমাদের নয়। বেবি সুপার মার্কেট পড়েছে খুলশী এলাকায়। তাই খুলশী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরীকে ফোন দিলে তিনি লাইন কেটে দেন।