অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

5
bsf
সীমান্তে বিএসএফ’র কড়া নজরদারী।

লালমনিরহাটের পাটগ্রামের ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার দহগ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত হজরত আলী উপজেলার দহগ্রাম ইউনিয়নের ফকিরপাড়ার আমির হোসেনের ছেলে।

বিজিবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে। গুলিতে হজরত আলীর মৃত্যু হয়। লাশ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

৫ মন্তব্য
  1. Solaiman Mohammad বলেছেন

    পাকিস্থানের লাথি খেয়ে বাংলাদেশ সীমান্তে বাহাদুরী দেখায়, ফকিন্নির দেশ ভারত

  2. Rich Dilshat Dia বলেছেন

    পাকিস্তান আর চীনের কাছে তো ম্যাও ম্যাও করে

  3. এস আই সৈকত বলেছেন

    আল্লাহ তাদের বিচার করবেন,

  4. Mosharaf Mamun বলেছেন

    এটা তেমন কিছুই না। আরোও একশো মারলেও আমারা কিছু বলবোনা।
    ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, মুক্তিযুদ্ধে সহযোগীতা করেছে।

  5. Shamsul Huda Mintu বলেছেন

    বন্ধু দেশের আগাম শারদীয় শুভেচ্ছা!! আমাদেরও ঈদুল আযহা’র ফিরতি শুভেচ্ছা জানানো উচিত?