বগুড়ার শেরপুরে স্ত্রীকে হত্যার পর ঝুলিয়ে আত্মহত্যা প্রচারের অভিযোগে এক স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অভিযুক্তকে আটক করা হয়। আটক গৌতম কুমার রায় শেরপুরের বিশালপুর ইউপির সিরাজনগর গ্রামের বোধন রায়ের ছেলে। নিহতের নাম পুর্ণিমা রানী। তিনি সিরাজগঞ্জের তাড়াশের ধামাইনগর এলাকার বাসিন্দা।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, কয়েক বছর আগে গৌতমের সঙ্গে পুর্ণিমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী স্ত্রীকে মারপিট করেছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার পর পুর্ণিমা ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে বলে গৌতম প্রচার করে। পরে পুর্ণিমাকে প্রথমে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাতে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাতেই হত্যার বিষয়টি জেনে গৌতমকে আটক করে।
তিনি আরো জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মারপিট নাকি শ্বাসরোধে হত্যা বলা যাবে।
You must log in to post a comment.