অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ছেলে ধরা গুজবঃ এবার যুবলীগ নেতা গ্রেফতার

0
.

ফেসবুকে ছেলে ধরার গুজব ছড়ানোর অভিযোগে ঝালকাঠিতে আটক যুবলীগ নেতা রিয়াজুল মোর্শেদ তালুকদার রিয়াজের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় শহরতলীর গাবখান সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম সানিয়া আক্তারের আদালতে হাজির করা হয়।

রিয়াজ শহরের কালীবাড়ি সড়কের ধোপারচক এলাকার অ্যাডভোকেট মরহুম হাবিবুর রহমান তালুকদারের ছেলে। তিনি জেলা যুবলীগ কমিটির সদস্য।

রিয়াজের পক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবীর।

রোববার জামিন শুনানির তারিখ ধার্য্ করে রিয়াজ তালুকদারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, রিয়াজ তার ফেসবুক আইডিতে ছেলেধরা গুজব ছড়িয়ে শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ তাকে বুধবার সন্ধ্যায় গাবখান সেতু এলাকা থেকে আটক করে।

তিনি জানান, রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রিয়াজকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ও ৩১(২) ধারায় একটি মামলা দায়ের করে এসআই আনোয়ার হোসেন খান।

এ মামলায় যুবলীগ নেতা রিয়াজকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।রিয়াজের মোবাইল ফোন সিমসহ জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

ঝালকাঠি শহর যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ বলেন,রিয়াজ তালুকদার জেলা যুবলীগ কমিটির সদস্য। সে ফেসবুকে যে পোস্ট দিয়েছে, তা না বুঝে দিয়েছে।