অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় ৩ রোহিঙ্গা আটক

0

photo-copyবান্দরবানের বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হ্লামং চাক (৩২), জিয়া উদ্দিন (২৮) এবং রহিম (২৯)। আটকরা সকলেই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় চাক সম্প্রদায়ের একজনসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার ভোরারাতের কোনো একসময়ে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উ (৭৮) গলা কেটে হত্যা করে দূর্বত্তরা।

সকালে পূজারীরা ভিক্ষু’র জন্য খাবার নিয়ে বিহারে গিয়ে লাশ দেখতে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় ভিক্ষুর ছেলে চিংসাউ চাক শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।