অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উৎসব মুখর পরিবেশে বাদশা-নোভার বিয়ে সম্পন্ন

8
img_3657
নোভা ও বাদশার বিয়ে উপলক্ষে গরু মুরগীর কাঁচা মাংস দিয়ে হার্ট আকারে তৈরী করা হয় বিশাল কেক।

দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার সম্পন্ন হল রংপুরের সিংহ বাদশা’র সঙ্গে চট্টগ্রামের সিংহী নোভা’র বিয়ে। বেলা ১১টায় বিয়ের উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

এ উপলক্ষে চিড়িয়াখানাকে সাজানো হয়েছে রং-বেরঙ্গে। এর মধ্যে দিয়ে তাদের নতুন জীবন শুরু হয়েছে এবং সিংহীনোভারদীর্ঘ ১১বছরের একাকিত্ব জীবন অবসান হয়েছে।

img_20160921_105324
চিড়িয়াখানায় আয়োজন করা হয় বর্ণাঢ্য আয়োজন।

রংপুরের সিংহ বাদশা’র সঙ্গে চট্টগ্রামের সিংহী নোভা’র বিয়ের তোড়জোড় চলছিল অনেকদিন ধরেই। অবশেষে আজ ‘সাতপাকে’ বাঁধা পড়ছে তারা।

বিয়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

img_3671
দুই সিংহ সিংহির বিয়ে ‍উপলক্ষে কাঁচা মাংস দিয়ে তৈরী কেক কাটছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

এ ছাড়া চিড়িয়াখানার পৃষ্ঠপোষক, পরিচালনা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। তবে সাংবাদিকদের সংখ্যা ছিল বেশি।

বিয়ে উপলক্ষে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হবে তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। এবং সে অনুযায়ী পূর্বে দাওয়াতপত্রও পৌঁছিয়ে দেওয়া হয়েছিল সাংবাদিকদের কাছে। সেই দাওয়াতপত্রটি যেনো কোনো অংশেই মানুষের বিয়ের দাওয়াপত্রের চেয়ে কম ছিল না।

img_3629
বিয়ের গেইটের ফিতা কেটে প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিগণ।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর বর হিসেবে রংপুর থেকে চট্টগ্রাম আনা হয়েছিল ‘বাদশা’কে। ডেপুটি কিউরেটর মনজুর মোরশেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম বাদশাকে দুটি লোহার খাঁচায় পুরে ট্রাকে চড়িয়ে নিয়ে এসেছিলেন। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এবং দুটি সিংহ যাতে মারামারি না করে সে জন্য পৃথক খাঁচায় পাশাপাশি রাখা হয়। ভাব বিনিময়ের ১৬ দিনের প্রতিক্ষা শেষ হল আজ।

 

৮ মন্তব্য
  1. Mohi Robel বলেছেন

    ভাই দাওয়াত পাই নাই…….???

  2. A.T. M Toha বলেছেন

    কারো পৌষ মাস কারো সর্বনাশ- সবাই যখন নোভা-বাদশা নামের সিংহ-সিংহীর বিয়ের অনুষ্ঠান নিয়ে ধুম ধারাক্কায় মেতে উঠেছে, তখন সঙ্গত কারণেই তাদের মন খাঁচার বন্দী দশা মুক্ত হয়ে গহীন বনের ভিতর পায়চারি করছে। রবীন্দ্রনাথ কী এমনিতেই বলেছেন, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। অামরা বাঙ্গালীরা কতটা হুজুগে তার প্রমান দিয়েছে পরিবেশ বাদীরা। পরিবেশবাদী বলে পরিচিত সংগঠনগুলো একবারও বলেনি, নোভা-বাদশাকে নিয়ে আনন্দ করতে গিয়ে আমরা তাদের প্রাইভেসি নষ্ট করেছি। তাদের মনে ভয় আর আতংক ছড়িয়েছি। হায়রে পরিবেশবাদী

    1. Saiful Islam Shilpi বলেছেন

      সঠিক বলেছেন…

  3. Rashed Rashu বলেছেন

    হা হা হা

  4. Mohammad Shahed বলেছেন

    রংপুর থেকে বাহে এসেছে ঘরজামাই হয়ে,বাসর কি হয়েছে ? Saiful Islam Shilpi ভাই

  5. Noman Abdullah বলেছেন

    কাজী কে ছিলেন? ??

  6. Saiful Islam Shilpi বলেছেন

    জেলা প্রশাসক, গতকাল বিয়ে পড়িয়ে তিনি আজ চট্টগ্রাম ছেড়ে চলে যাচ্ছেন।

  7. Md Hamidul Islam বলেছেন

    কি পাগলের কান্ড়