অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম কারাগারের সাবেক ডিআইজি পার্থ গোপাল ৮০ লাখ টাকাসহ আটক

11
.

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের রেঞ্জের সাবেক ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিককে অবৈধভাবে অর্জিত ৮০ লাখ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার বিকালে রাজধানীর ধানমণ্ডির ভূতের গলি এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করার পর তাকে আটক করা হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

.

জানাগেছে, দুদকের অভিযান টিম আসার খবর পেয়ে পার্থ গোপালের স্ত্রী ব্যাগভর্তি টাকা ভবনের পাশের বিল্ডিং এর ছাদে নিক্ষেপ করে। পরে দুদক দল সে ছাদে গিয়ে ৮০ লাখ টাকা জব্দ করেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য পাঠক ডট নিউজকে জানান, আটরকের আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিক ও জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

.

সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে পার্থ বণিককে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ।

পরে ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা বাসায় রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে ইউছুফের নেতৃত্বে দুদকের একটি দল তার ভূতের গলি বাসায় অভিযান চালায়। তিনি বলেন, “ওই সব টাকা ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্জন করে পার্থ গোপাল বণিক তার বাসায় গচ্ছিত রাখেন।”

পার্থক বণিক সিলেট কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন।

১১ মন্তব্য
  1. Arfan Younus বলেছেন

    Abu Bakar Sohel

  2. Manna Mazumder বলেছেন

    এই সালাকে এই মুহুর্তে পুলিশ হেফাজতে নেয়া হোক,

  3. M Zaman Athoy বলেছেন

    ঘুষ নাকি পুলিশই খায়??

  4. Amzad Hossain Hossain বলেছেন

    Send flood aria.

  5. হিমেল রহমান বলেছেন

    এইটা কোন ব্যাপার?

  6. Mohammad Zamir Uddin বলেছেন

    টাকার খনি

  7. Khandakar Mansur বলেছেন

    Goojob naki

  8. Nizam Uddin বলেছেন

    “পাঠক নিউজ ” এত মুর্খ যে, ডিআইজি আর ডিআইজি (প্রিজন) এ দু’টির পার্থক্যই বুঝেনা।

    1. Paathok.News বলেছেন

      পুলিশের চাকুরী করেই নিজেরে শিক্ষিত মনে করেন..? হালার বলদ কোথাইবার। নিউজ না পড়ে মন্তব্য করে। নিউজে ডিআইজি প্রিজন লেখা আছে। হেডলাইনে লিখতে হবে কেন..?

    2. Nizam Uddin বলেছেন

      Paathok.News তুইযে হলুদ মিডিয়া তা তোর লিখার জ্ঞান, বানান আর ভাষা দিয়েই প্রমান হলো।

    3. Paathok.News বলেছেন

      ভাষার পরিচয়টা তুই নিজেই আগে দিলি মাদারী। তুই নিজেই জানস না কোথাই কি কমেন্ট করতে হয়। আরেক জনকে মুর্খ বলার আগে নিজের জ্ঞানের পরিধিটা চিন্তা করস নাাই।