অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডেঙ্গুতে মারা গেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের স্ত্রী

5
.

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে মারা গেলেন গৃহবধূ ফারজানা হক (৪২)। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপ-পরিচালক (উপ-সচিব) ড. নুরুল আমিনের স্ত্রী। এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন আট জন।

সোমবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে মারা যান ফারজানা। ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, ফারজানা আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফারজানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেয়া । রাতে সেখানেই তার মৃত্যু হয়। ফারজানা হক পরিবারের সঙ্গে রাজধানীর নিউ উস্কাটন এলাকায় থাকতেন।

ঢামেক সূত্রে জানা গেছে, ঢামেকে ডেঙ্গু রোগে মারা গেছেন আট জন।
তাদের মধ্যে ছয় জনই নারী। ফারজানা ছাড়া অন্যরা হলেন, ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফ্যান্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও গাজীপুরের রিতা।

৫ মন্তব্য
  1. MH Tareaq বলেছেন

    বাহ্
    এবার যদি তাদের ঘুম ভাঙ্গে আর কি….
    ডেঙ্গু এখন মহামারি ধারণ করেছে। তাই এটাকে নিষ্ঠার সাথে মোকাবেলা করা উচিত সকলের 😔

  2. Nurul Mati বলেছেন

    সীমা লঙ্ঘিত হয়েছে দূর্নীতি । এর ফল ভোগ করতে হবেই। সময়মতো মশা নিধন করলে এঅবস্থা হতো না। মশা মারার জন্য সেংশনকৃত অর্থ নিশ্চয়ই লুটপাট হয়েছে।

  3. Ripon Talukder বলেছেন

    গুজব

  4. Monarul Islam Munna বলেছেন

    আল হামদুইল্লাহ

  5. Md Farid Uddin Khan বলেছেন

    কোন মানুষের এই অকাল মৃত্যু কামনা করি না
    তবে এরকম বড় বড় জায়গার ব্যক্তিদেরকে ডেঙ্গু আঘাত না করলে সাধারণ জনগণ রক্ষা পাবে না